Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রতিটি উপজেলায় একটি করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এর আওতাধীন ও জেলার সিভিল সার্জনের অধীন পরিচালিত।

১।প্রশাসনিক হিসাব সংক্রান্ত কার্যাবলী।

২।ইপিআই কার্যক্রমঃ কিশোরগনজ সদর উপজেলার ১১ টি ইউনিয়নের ২৬৪ টি কেন্দ্রে ইপিআই কার্যক্রম চালু আছে ।

৩। ডায়রিয়া নিয়ন্ত্রনঃ ১১ টি ইউনিয়নের প্রতেকইউনিয়নের স্বাস্থ্যকমীদের মাধ্যমে ডায়রিয়া রোগী অনুসন্ধান চিকিৎসা ও প্রতিরধের ব্যাবস্থা গ্রহন করা হয়।

৪। যক্ষা ও কুষ্ঠ নিয়ন্ত্রন ঃ প্রতেকইউনিয়নে স্বাস্থ্যকমীদের মাধ্যমে যক্ষা ও কুষ্ঠ রোগীর অনুসন্ধান চিকিৎসা ও প্রতিরধের ব্যাবস্থা গ্রহন করা হয়।

৫। ম্যালেরিয়া ফাইলেরিয়া কালাজ্বর রোগীর অনুসন্ধান চিকিৎসা ও প্রতিরধের ব্যাবস্থা গ্রহন করা হয়।

৬। এআরআই রোগীর অনুসন্ধান চিকিৎসা ও প্রতিরধের ব্যাবস্থা গ্রহন করা হয়।

৭। আসেনিকোসিস রোগীর অনুসন্ধান ওচিকিৎসার ব্যাবস্থা  গ্রহন করা হয়। বিভিন্ন টিউব ওয়েলের পানিতে আসেনিক পরীক্ষা করা হয়।

৮। সদর উপজেলায় ১০ টি এফডব্লিউসিতে আইএমসিআই কার্যক্রম চালু আছে। এভিয়ান ইনফ্লোয়েঞ্জা সোয়াইন ফ্লু এর ব্যাপারে সচেতনতা স‍ৃষ্টি ও টিকাদান কমসূচী চালু আছে।

৯। কিশোরগঞ্জ সদর উপজেলায় চালুকৃত 29 টি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে সাধারন রোগের চিকিৎসা প্রদান ও ঔষধ সরবরাহ করা হয় ।

১০।বিভিন্ন দূযোগ ও জরুরী অবস্থা মোকাবেলার জন্য প্রতি ইউনিয়েন ১ টি করে মেডিকেল টিম ও ৫ টি রিজাভ মেডিকেল টিম করমরত আছে।

১১। সিএসবিএ কতৃক প্রতি ইউনিয়নে গভবতী মহিলাদের এএনসি  পিএনসি  ও নিরাপদ প্রসব কার্যক্রম সস্পাদন করা হয়।

১২।স্বাস্থ্য কমীদের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরচালিত হয়।

১৩। এইডস রোগের প্রাদুভাব সম্বন্ধে জনগনের মাঝে সচেতনতা সৃষ্টি করা হয়।

১৪। ভেজাল খাদ্য প্রতিরোধের ব্যবস্থা গ্রহন করা হয়।

১৫। অত্র উপজেলার সকল ইউনিয়নের স্যানিটেশন কারযক্রম দেখাশুনা  করা হয়।

১৬। বাজারে স্বাস্থ শিক্ষা কার্যযক্রম পরিচালনা করা হয়।

১৭। অত্র উপজেলার সকল ইউনিয়নের বিদ্যালয় সমূহে স্বাস্থ্য কমীদের দ্বারা ছাত্র ছাত্রীদেরকে কৃমি নাশক টেবলেট খাওয়ানো হয়।

১৮। করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম, হোমকোরেন্টাইন নিশ্চিত সহ স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।      

বিঃ দ্রঃ সময়ে সময়ে সরকার কতৃক জারী হওয়া করযক্রম পরিচালিত হইয়া থাকে।